কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শুক্রবার বিকেলে হরিপুর-কুষ্টিয়া সংযোগ সেতুর নিচে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ। এসময় আব্দুল হাকিম মাসুদ বলেন, স্বেচ্ছাসেবক দল সকল দুর্যোগে মানুষের পাশে আগামীতে যেভাবে দাঁড়িয়েছে ভবিষ্যতেও সেই ভাবেই দাঁড়াবে। আওয়ামী স্বৈরশাসক, গণহত্যাকারী, লুটেরা সরকার পতনের অগ্রনী ভূমিকা পালন করেছিল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এসময় তিনি কেয়ারটেকার সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আন্টু, সাধারণ সম্পাদক, হাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খন্দকার শামসুল আলম উজ্জ্বল, মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, ক্রীড়া সম্পাদক রাশিদুল ইসলাম চমন, কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, সদস্য সচিব শরিফুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা আরিফ, হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু ফয়সাল হিমেল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হরিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান ফারাজী। আলোচনা সভা শেষে তিন শতাধিক ব্যাক্তি কে শীতবস্ত্র প্রদান করা হয়।
Leave a Reply