উইমেন ডেস্ক : কুষ্টিয়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশে জেলার সব ধর্মের এবং সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আকম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া -৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী মো. রবিউল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. আরিফুজ্জামান, নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম মুস্তানজীদ, কুষ্টিয়া জজ কোর্টের জিপি আখতারুজ্জামান মাসুম, বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমিনুল হক রতন, বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল আলম টুকু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার বিশ্বাস, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান ওরুন প্রমুখ।
সমাবেশে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধর্মের মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোলমডেল। কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
Leave a Reply