সত্যখবর ডেস্ক: কুষ্টিয়া শহরের একটি হোটেল ও জুসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের এনএস রোডের কাবাব স্টেশন নামের হোটেলে আগুন লাগে। পরে পাশের জুসের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
হোটেল মালিক ও স্থানীয়রা জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে শাওন ও জুয়েলের কাবাব স্টেশনে আগুন লাগে। চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের তামিম জুসের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। হোটেল ও জুসের দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, হোটেলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হোটেলের পাশের একটি জুসের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
Leave a Reply