সত্য খবর ডেস্ক :
কুষ্টিয়া :- আসন্ন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI) নির্বাচন-২০২৫-কে সামনে রেখে পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ফুয়াদ রেজা ফাহিম। তিনি ‘এ’ গ্রুপ থেকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার এই পদক্ষেপে কুষ্টিয়ার ব্যবসায়ী মহলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহের পর ফুয়াদ রেজা ফাহিম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং কুষ্টিয়ার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি কুষ্টিয়ার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি এবং প্রয়োজন উপলব্ধি করে এই নির্বাচনে অংশ নিচ্ছি। কুষ্টিয়ার ব্যবসা-বাণিজ্যকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে আমাদের এখন আধুনিক এবং সময়োপযোগী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
নিজের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি আরও বলেন “আমি নির্বাচিত হলে কুষ্টিয়া চেম্বারকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনব। এর মাধ্যমে সদস্যরা ঘরে বসেই সব ধরনের অনলাইন সেবা নিতে পারবেন।, “আমাদের তরুণ উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমি নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করব। ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং এবং আধুনিক ব্যবসা ব্যবস্থাপনার ওপর এসব প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।”, “ব্যবসায়ীদের বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিরসনে আমি সরকারি দপ্তরের সাথে শক্তিশালী সমন্বয় গড়ে তুলব, যাতে লাইসেন্সিং বা কর সংক্রান্ত কোনো কাজে তাদের হয়রানি হতে না হয়।”, “আমি কুষ্টিয়ার পণ্যকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার জন্য কাজ করব এবং নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেব।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, কুষ্টিয়ার ব্যবসায়ীরা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দেবেন, তার প্রতিদান আমি কাজ দিয়ে দিতে পারব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় কুষ্টিয়া অচিরেই দেশের অন্যতম সেরা বাণিজ্যকেন্দ্রে পরিণত হবে।”
তার মনোনয়নপত্র সংগ্রহের খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ফুয়াদ রেজা ফাহিমের মতো তরুণ ও দূরদর্শী নেতৃত্ব কুষ্টিয়ার অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
ফুয়াদ রেজা ফাহিমের এই উদ্যোগকে কুষ্টিয়ার ব্যবসায়ীরা ইতিবাচকভাবে দেখছেন। তারুণ্য, দূরদর্শিতা এবং আধুনিক চিন্তাধারার কারণে অনেকেই তাকে কুষ্টিয়ার অর্থনীতির জন্য সম্ভাবনাময় নেতৃত্ব মনে করছেন।
হাজী মসলেম উদ্দিন, একজন জ্যেষ্ঠ ব্যবসায়ী, বলেন, “ফুয়াদ রেজা ফাহিমের মতো তরুণরা যদি নেতৃত্ব আসে, তাহলে কুষ্টিয়ার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে। আমরা চাই এমন একজন পরিচালক, যিনি সময়োপযোগী পদক্ষেপ নিয়ে আমাদের সমস্যার সমাধান করবেন।”
অপরদিকে, আরিফ হোসেন, একজন মাঝারি মানের ব্যবসায়ী, বলেন, “ফুয়াদ রেজা ফাহিমের ডিজিটাল প্ল্যাটফর্ম এবং প্রশিক্ষণ কর্মশালার প্রতিশ্রুতি খুবই বাস্তবসম্মত। বর্তমানে ডিজিটাল যুগে টিকে থাকতে হলে এই ধরনের উদ্যোগের কোনো বিকল্প নেই। আমরা তার কাছে একটি আধুনিক কুষ্টিয়া দেখতে চাই।”
Leave a Reply