কুষ্টিয়া পৌরসভায় বেতন ও বোনাস বৃদ্ধির দাবিতে অভিনব পন্থায় আন্দোলনে নেমেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌরসভা ভবনের প্রধান ফটকে ময়লা-আবর্জনা ফেলে তারা তাদের অসন্তোষ প্রকাশ করেন। দাবি আদায়ের লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ রেখেছেন।
আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন বৃদ্ধি ও উৎসব বোনাস প্রদান না করায় তারা চরম অর্থকষ্টে ভুগছেন। কুষ্টিয়া পৌরসভায় বর্তমানে প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কর্মরত আছেন। একজন দিনমজুরের দৈনিক মজুরি নির্ধারিত থাকলেও, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা দিনের পর দিন ঝুঁকিপূর্ণ ও পরিশ্রমসাধ্য কাজ করেও মাত্র ২৭৫ টাকা হাজিরা পান। যেখানে বর্তমানে ন্যূনতম মজুরি হিসেবে একজন সাধারণ শ্রমিক ৫০০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন।
কর্মীরা জানান, পৌর কর্তৃপক্ষকে বারবার আবেদন করার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। পরিচ্ছন্নতাকর্মীরা দৈনিক হাজিরা ২৭৫ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকায় উন্নীতকরণ, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু এবং প্রতি মাসে নির্দিষ্ট তারিখে বেতন পরিশোধের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
Leave a Reply