গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দুষ্কৃতিকারী কর্তৃক কুষ্টিয়া মডেল থানায় লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন্সে এউপলক্ষে প্রেস বিফ্রিং করে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন। প্রেস বিফ্রিংয়ে প্রায় ৩৭টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও হাজার খানেক গোলাবারুদ উদ্ধারের তথ্য দেওয়া হয়। জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় খুব দ্রুত সময়ের মধ্যেই এসকল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয় বলেও জানানো হয় বিফ্রিংয়ে।
সেনাবাহিনীর পক্ষে ক্যাপ্টেন লাম ইয়ানুল এবং পুলিশের পক্ষে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ব্রিফিংয়ে অংশ নেন।
গত ৫আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালিন একদল দুস্কৃতিকারী কুষ্টিয়া মডেল থানায় হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুটে নেয়।
Leave a Reply