কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় অবস্থিত সদর পুলিশ ফাড়িতে সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী থানার পুলিশ সদস্যদের নিয়ে গিয়ে নিজ নিজ দায়িত্ব বুঝে নেন। এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার আলমগীর হোসেন এসে পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনি বলেন, এই বিল্ডিং কুষ্টিয়া সদর পুলিশ ফাড়ির জন্য তৈরী করা হয়েছে। ভাংচুর অগ্নিসংযোগের কারনে সদর মডেল থানায় কার্যক্রম চালানোর উপযোগী নেই। সংস্কার চলছে, ততক্ষন অস্থায়ী ভিত্ত্বিতে মডেল থানার কার্যক্রম এখান থেকেই চলবে।
পুলিশ সুপার বলেন, মানুষ সাহায্য করছে। মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার চলছে, কিছু উদ্ধার হয়েছে। বাকীগুলো উদ্ধারের কাজ চলমান আছে। পুলিশ স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে, এতে জনগনের সহযোগীতা চান তিনি।
এসময় সেখানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদারসহ বিএনপি দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তারা পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করেন।
উল্লেখ্য, এর দুদিন আগে থেকেই কুষ্টিয়ার উপজেলা পর্যায়ের ৬ থানায় কার্যক্রম শুরু করে পুলিশ।
Leave a Reply