উইমেন ডেস্ক:কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩৯ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আবু বক্কর (৪০) নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) রাত ৭টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ ভেটুলতলা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী আবু বক্কর দৌলতপুর উপজেলার আল্লারদর্গা চামনা এলাকার মৃত মজির উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবি-৪৭ ব্যাটালিয়ন অধিনস্ত ঠোটারপাড়া বিওপি কমান্ডার শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহল দল মুন্সিগঞ্জ ভেটুলতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৯ বোতল ফেনসিডিল, নগদ ৫০০৫ টাকা ও মাদক পাচার কাজে ব্যবহৃত একটি ফ্রিডম মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আবু বক্করকে আটক করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ী মুন্সিগঞ্জ এলাকার গাজীউর রহমানের ছেলে আতাউর রহমান (৪২) পালিয়ে যায়। পরে মাদকসহ আটক মাদক ব্যবসায়ীকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় মামলা করা হয়েছে।
Leave a Reply