উইমেন ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক্টিভিস্তা কুষ্টিয়ার আয়োজনে এবং উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
আজ সোমবার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) হারুন অর রশিদ, উপজেলা পরিষদরে মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজওয়ান সিদ্দিকী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সবুজ হোসেন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর উত্তম কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, আলো সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ, জনসেবা সংস্থার নির্বাহী পরিচালক আতিয়ার রহমান, একশনএইড বাংলাদেশর ইন্সপাইরেটর অধরা দাস প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল ইসলাম নান্নু। আলোচনা সভার পূর্বে যুব সমাবেশ ও মঞ্চ নাটিকা এবং পরে যুব সংগঠন নিবন্ধন সনদ, প্রশিক্ষণের সনদ, যুব ঋণের চেক বিতরণ, ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এবং মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
Leave a Reply