উইমেন ডেস্ক: গত বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ছেলে ও বিকেলে দুই কন্যা এবং ঐ রাত ২টার দিকে আরও এক কন্যা সন্তানের মৃত্যু হয়, এবং ৭ দিন শেষে শেষ কন্যা সন্তানটিরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। এই নিয়ে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুর মধ্যে পাঁচ জনেরই মৃত্যু হলো।
গত মঙ্গলবার সকালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন সাদিয়া খাতুন (২৪) নামের গৃহবধূ। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।গর্ভধারণের পাঁচ মাসের মাথায় জন্ম নেওয়া শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম ছিলো। বাচ্চাদের ওজন ৪৩০ গ্রাম থেকে ৬৫০ গ্রামের মধ্যে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. এম এ মোমেন জানান, ওজন কম হওয়ায় শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে ঢাকায় নিতে পারেননি তারা। সর্বশেষ বেঁচে থাকা শিশুটির ওজন কম থাকায় তাকেও বাঁচাতে পারেনি হাসপাতাল কতৃপক্ষ।
Leave a Reply