উইমেন ডেস্ক:দীর্ঘ ৪ বছর ধরে কৃত্রিমভাবে অচল করে রাখা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের ৩নং পাম্প মেরামতের নামে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রোকৌশলী (পাম্প) মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এটি মেরামত করতে বিদেশী প্রকৌশলীরা ১২ কোটি টাকা চেয়েছিল বলে ভূয়া অজুহাত দেখিয়ে দেশে ১ কোটি টাকা ব্যয়ের স্থলে ৪ কোটি টাকা ব্যয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওযার অভিযোগ উঠেছে খোদ নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানের বিরুদ্ধে। দেশীয় ইঞ্জিনিয়ারিং ফার্ম যাচাইয়ের ক্ষেত্রেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার দুপুরে এই পাম্প টি দিয়ে সেচ কাজ শুরু করা হয়। এর উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল হেকিম। তিনি জানান, এই পাম্প টি চালুর ফলে প্রকল্পের সেচ সক্ষমতা বৃদ্ধি পেল। এর ফলে প্রকল্পের আওতাভুক্ত কুষ্টিয়া,চুয়াডাঙ্গা,ঝিনাইদহ,মাগুরা জেলার ১৩ উপজেলার প্রায় ৯৫ হাজার হেক্টর জমিতে চলতি বোরো মৌসুমে নিরবিচ্ছিন্ন ভাবে পানি সরবরাহ সম্ভব হবে।
এসময় অটোকন ইঞ্জিনিয়াররিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি আলি আজাদ, ভেড়ামারা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের নির্বাহী প্রকোশলী মিজানুর রহমানসহ গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে কেন এবং কি কারনে সেচটি বিকল দেখানো হলো তা নিয়ে নানা অভিযোগ উঠেছে। ফসল উৎপাদনের ক্ষেত্রে এত বড় মাপের অনিয়মের অবশ্যই তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবী করেছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়ার কৃষকসমাজ। নিজেদেন অপকর্ম ঢাকতে মোটার অংকের টাকার বিনিময়ে জাহির করতে ব্যস্ত নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান।
Leave a Reply