তানভীর হাসান সৌরভঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বেশি-বেশি কাজ করতে হবে মানুষের জন্য। দলের চেয়ে দেশ বড় যদি হয়, আমাদের রাজনীতি-চিন্তাভাবনা-কর্ম সব কিছুই জনগণের উদ্দেশ্যে হবে। মানুষের জন্য যদি আমরা রাজনীতি এবং কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, সেখানেই আমাদের সফলতা। তাহলেই সুখী-সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো; যে বাংলাদেশ ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ এই প্রত্যয়ের সাথে যুক্ত।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসেবে সোমবার (২৫ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের উদ্যোগে ক্যাম্পাসে রিকশা-ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাইস চ্যান্সেলর আরও বলেন, জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা করেন, তাদের আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পড়তে হবে। তাহলে ব্যক্তিগত লোভ-লালসা-পাওয়ার আকাঙ্খা থাকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপস্থিত রেখে জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড চলতে পারবে না, মানুষের প্রত্যাশাও পূরণ করতে পারবে না। মহান আল্লাহ তায়ালার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনা করে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বেগম খালেদা জিয়া আগামী দিনে দেশ পরিচালনা করবেন, আরও দীর্ঘ দিন জনগণকে নেতৃত্ব দিবেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শুরু হয় দুপুর সাড়ে ১২টায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী বলেন, ফ্যাসিস্টমুক্ত দেশ বর্তমানে অনেকটাই নিরাপদ। দেশকে যে ঐক্যবদ্ধ থাকতে হবে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯দফায় উল্লেখ আছে। তিনি আরও বলেন, মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়ার জন্য রেইনকোট বিতরণ যথেষ্ট নয়। মেহনতি মানুষ সহ সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে হবে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবতার সেবায় অংশ নিতে হবে।
অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।
অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন। ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান, প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. এ. কে. এম. মতিনূর রহমান, প্রফেসর ড. জাকির হোসেন, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি এস্টেট অফিস প্রধান মোহাঃ আলাউদ্দিন, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি মোঃ আব্দুল মঈদ বাবুল এবং জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাহেদ আহম্মেদ।
Leave a Reply