খুলনায় মোঃ রোকনুজ্জামান (৩৬) নামের এক ঠিকাদারকে দুই ডোজ করোনা টিকা দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে খুলনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে টিকা নিতে আসলে সেখানকার কর্তব্যরত নার্স তাকে পরপর দুইবার টিকা দেন। খুলনার কয়রা উপজেলা শ্রীফলতলা গ্রামের বোনাই মোড়লের ছেলে তিনি। রোকনুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আমি টিকা দেয়ার জন্য চেয়ারে বসি। এক নার্স এসে আমাকে জিজ্ঞাসা করেন আমার হাই প্রেসার আছে কিনা। আমি বললাম যে, আমার প্রেসার নেই। এরপর তিনি আমাকে টিকা দিয়ে কাগজটা দেন। এ সময় ওই নার্স আমাকে কিছুক্ষন বসে বিশ্রাম নিতে বলেন। আমি সেখানেই বসেছিলাম। ১ মিনিট পরেই অন্য নার্স এসে আমাকে আবার টিকা দিয়ে দেন। আমি কিছু বলার আগেই নাসর্টি আমার বাহুতে সুঁই ফুটিয়ে দেন। এ সময় আমার পাশে থাকা একজন বলেন, ওনাকে কেন টিকা দিলেন? ওনাকে তো টিকা দেওয়া হয়ে গেছে। আমি তখন বলি আমাকে টিকা দিয়েছে, আবার দিলেন কেন? আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন? নার্সটি সেই সময় কোন উত্তর না দিয়ে বের হয়ে যান। কামরুজ্জামান অভিযোগ করেন বলেন, টিকা দেয়ার পর নার্সরা আমাকে তড়িঘড়ি করে হাসপাতাল থেকে বের করে দেয়ার চেষ্টা করে। আমি প্রতিবাদ করলে আমাকে হাসপাতালের বেডে শুইয়ে রেখেন। টিকা কেন্দ্রের পাশের ৬ নং বেডে আছি। শরীর বেশ দুর্বল লাগছে।
খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, হাজার হাজার মানুষকে টিকা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত কোন ভুল হয়নি। ভুল করেই এটা হয়েছে। নার্স দ্বিতীয়বার যখন টিকা দিতে আসলো তখন যদি টিকাগ্রহণকারী ব্যক্তি আপত্তি করতো তাহলে আর দ্বিতীয়বার টিকা দেয়া হতো না। তিনিও আপত্তি করেননি। তাকে টিকা দেয়ার পর ৩ ঘন্টা নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছিলো। কোন প্রতিক্রিয়া দেখা যায়নি । বর্তমানে রোকনুজ্জামান সুস্থ্য রয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নিদের্শ দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে প্রকৃত ঘটনা জানা যাবে।
Leave a Reply