উইমেন ডেস্ক: বাগেরহাটের ফকিরহাটে আরিফা বেগম (২০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। গতকাল সোমবার (৮ নভেম্বর) রাতে পারিবারিক কলহের জেরে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় আরিফার মায়ের ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে নিহতের স্বামী খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার মো. ইউসুফের ছেলে মোহাম্মদ হেলাল (২৬) পলাতক রয়েছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিততের শাশুড়ি লিপি বেগম (৪০), নিহতের সৎ মা জাহান বেগমকে (৩৫) আটক করেছে। নিহত আরিফা বেগম ফকিরহাট উপজেলার ধনপোতা এলাকার মো. আরিফ আলি শেখের মেয়ে।
এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পাঁচ বছর পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে আরিফার সঙ্গে মোহাম্মদ হেলালের বিয়ে হয়।তাদের সংসারে ১৩ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। সন্তান নিয়ে খুলনা শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার পারিবারিক কলহের কারণে শিশুসন্তানকে নিয়ে শ্যামবাগাত এলাকায় তার মায়ের ভাড়া বাসায় চলে আসেন ওই নারী।
আরিফার মা আমেনা বেগম শ্যামবাগাত এলাকায় জুটমিলের শ্রমিকের কাজ করেন। রাতে ওই সময় তিনি মিলে কাজ করছিলেন।বাড়ি ফাঁকা থাকায় ওই বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত মোহাম্মদ হেলাল।বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. ছয়রুদ্দীন আহম্মেদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোহাম্মদ হেলাল পলাতক রয়েছে। হত্যার কারণ জানতে নিহতের শাশুড়ি ও সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
Leave a Reply