উইমেন ডেস্ক: খুলনায় মাদক মামলায় কাজল নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।আসামি কাজল নগরীর ইস্ট লিংক রোডের বদরুদ্দোজার বাড়ির ভাড়াটিয়া মৃত জাকির হোসেনের ছেলে। তিনি পলাতক।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৬ মে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আসামি কাজলের বাড়ি ঘেরাও করেন। তারা কাজলের ঘরের খাটের নিচে রাখা একটি ব্যাগ থেকে ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় অধিদপ্তরের গোয়েন্দা শাখার পরিদর্শক পারভীন আক্তার বাদী হয়ে তার বিরুদ্ধে খুলনা থানায় মামলা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ক সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম একই বছরের ৯ জুন কাজলকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী কেএম ইকবাল হোসেন রায়েরা বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply