উইমেন ডেস্ক: কুষ্টিয়ার খোকসায় মোবাইল ফোনে গৃহবধূকে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেবার হুমকী দেওয়ায় থানায় অভিযোগ দিয়েছেন যুথি খাতুন নামের একজন গৃহবধূ। ৭ নভেম্বর দুপুরে মোবাইল ফোনের মাধ্যমে এই হুমকির ঘটনা ঘটে। বর্তমানে উল্লেখিত গৃহবধূ ও তার পরিবার উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছেন বলে জানা যায়। হুমকিদাতা খোকসা উপজেলার কালিবাড়ি এলাকার আজিজুল রহমানের ছেলে সম্রাট।
ভুক্তভোগী যুথি খাতুন জানান, ৭ নভেম্বর দুপুরে তার নবম শ্রেণিতে পড়ুয়া ছেলের সাথে সম্রাটের মোবাইল ফোনে আলাপচারিতার এক পর্যায়ে সম্রাট তার ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তার চরিত্র নিয়ে কথা বললে তার ছেলেও তখন সম্রাটকে গালিগালাজ করে। তার ছেলের উচ্চস্বরে কথাবার্তা শুনে এসময় তিনি ছেলের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে কথা বলতে গেলে সম্রাট তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেবার হুমকি দিয়ে মোবাইল ফোনের কানেকশন কেটে দেয়।
যেকারণে তিনি খোকসা থানায় সম্রাটের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। তিনি আরো বলেন সম্রাটের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধ মুলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। যেকারণে তিনি ও তার পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে আছেন।এ বিষয়ে সম্রাটের সাথে মোবাইল ফোনে কথা বললে জানান, যুথি খাতুনের ছেলের সাথে মোবাইল ফোনে কথাবার্তার এক পর্যায়ে উভয়ই গালিগালাজ করেছেন।যুথি খাতুনের সাথে তার কোন কথা হয়নি।
Leave a Reply