গাইবান্ধায় কোটা বিরোধী আন্দোলন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাইবান্ধার বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে সারা শহরে বিক্ষোভ মিছিল করেন। এরপর শহরের ট্রাফিক মোড় ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এসময় তারা রেলপথ অবরুদ্ধ করে রেল চলাচল বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা এক পর্যায়ে জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে । এবং সেখানে থাকা ৭ টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে । এসময় আওয়ামী লীগ অফিসে অবস্থানরত জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকু, পৌর মেয়র মতলুবর রহমান, সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, প্যালেন মেয়র কামাল আহম্দেসহ বেশ কয়েক জন আহত হন । আহতদের গাইবান্ধা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ফায়ার সার্ভিস এসে ভস্মিভুত মোটরসাইকেলে আগুন নেভায়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি অফিস ভাঙ্গচুর করে আগুন দেন। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও শহরে থমথমে অবস্থা বিরাজ করছেন।
Leave a Reply