সত্যখবর ডেস্ক: গাইবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে উৎপল চন্দ্র বর্মন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার শিমুলতারী রেলগেট এলাকায় লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. ফারুক আহমেদ।
নিহত উৎপল চন্দ্র ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিমছালুয়া এলাকার শ্রী কার্তিক চন্দ্র বর্মনের ছেলে ও ফুলছড়ি উপজেলার কালির বাজারের বটতলী এলাকার একটি সারের দোকানের কর্মচারি সে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, উৎপল চন্দ্র ঋণের চাপে জর্জরিত ছিলেন। ঋণের কারণেই আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ সকাল পৌনে ১০ টার দিকে উৎপল শিমুলতারী এলাকার তার এক আত্মীয়ের বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এসময় উৎপল মোবাইল ফোনে কথা বলতে বলতে শিমুলতারী রেল গেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনে ঝাঁপ দেন। এসময় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা রেল পুলিশের ইনচার্জ মো. ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ উৎপল চন্দ্রের মরদেহ উদ্ধার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Leave a Reply