গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতালের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া এনএস রোড থেকে মিছিলটি বের হয়ে শহরের চৌড়হাস মোড়ে এসে থামে। এসময় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন মিছিলে অংশগ্রহণকারীরা।
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন বিভিন্ন সংগঠন ও সাধারণ জনতা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আহমদ আলী, সাধারণ সম্পাদক জি এম তাওহীদ আনোয়ানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তরা বলেন, ‘ইসরায়েলিরা গাজায় শিশু, নারী ও নিরীহ মানুষদের নির্মমভাবে হত্যা করছে। আজ মানবতা কোথায়। এই হত্যা বন্ধ করা না হলে ইসরায়েলি সকল পণ্য বয়কট করা হবে।’
পরিশেষে মুসলিম বিশ্ব ও বিশ্ববাসীদের গাজাবাসীদের পাশে দাঁড়ানো আহবান জানান বক্তরা।
Leave a Reply