অনলাইন : ফেনীতে গোপন বৈঠকের সময় জামায়াতের সদর উপজেলা আমির আবদুর রহিমসহ ৮ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে উপজেলার কাজীরবাগ এলাকার শ্রীপুর গ্রামের রেজাউল হক মাষ্টার বাড়ি থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নুরু জ্জামান জানান, ভোরে ফজর নামজ শেষে ১৫ থেকে ২০ জনের একটি দল নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছে। এমন খবরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশকজন পালিয়ে যেতে সক্ষম হয়। একপর্যায় ঘটনাস্থলে তল্লাশি করে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। আটককৃতদের ফেনী মডেল থানায় প্রেরণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply