দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কাভার্ভ ভ্যানের চাপায় ভ্যান চালক নিহত এবং দুই জন যাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার (২০ নভেম্বর) দুপুর দেড়টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের হায়দারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক ইউসুফ আলী (৪৫) উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের নুর বক্তের ছেলে। আহত দুইজন কুচেরপাড়া গ্রামের মৃত, কাজেম উদ্দিনের ছেলে সুরুজ্জামান(৭০) এবং একই গ্রামের পাষাণ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টায় ভ্যান চালক ইউসুফ আলী (৪৫) উপজেলা রাণীগঞ্জ বাজার থেকে সিমেন্টের খুঁটি ও মোহাম্মদ আলী ও সুরুজ্জামান নামে ২ জন যাত্রী নিয়ে নিজ গ্রাম কুচের পাড়ায় যাওয়ার সময় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের হায়দারনগর এলাকায় পৌঁছিলে মহাসড়কের বগুড়া থেকে আসা বিপরীতমুখী একটি দূরন্ত লেখা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ভ্যান চালক নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে এবং স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সুরতহাল শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ীটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
Leave a Reply