চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আগুনে একটি তেলের ডিপোসহ ১৫টি দোকান পুড়ে গেছে। গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন জানান, ব্যক্তি মালিকানাধীন ছোট আকৃতির একটি তেলের ডিপো থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের ১৫টি দোকানে ছড়িয়ে পড়ে। কুমিরা ও বায়েজিদ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে ফার্নিচারের শোরুম, স্টেশনারি, নির্মাণ সামগ্রীর দোকান, গার্মেন্টস জুটের গুদামসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। আগুনে অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Leave a Reply