সত্যখবর ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার দুপুরে থানার শিকলবাহা ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘর থেকে গোপন মিটিংয়ের সময় তাদের আটক করা হয়।
আটক হওয়া অভিযুক্তরা হলেন, পঞ্চগড় জেলার মো. আসাদুজ্জামান আসিফ (২২) ও পাবনা জেলার মোহাম্মদ আহাদ (২১)।
এসময় তাদের কাছ থেকে একাধিক জিহাদি বই এবং অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
বিদেশে অবস্থানরত সালাউদ্দিন নামের এক ব্যক্তি সংগঠনটি পরিচালনার দায়িত্বে আছেন বলে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা।
সংগঠনের শতাধিক সদস্য একটি মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে।
দেশে বড় ধরনের নাশকতা ও খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে সংগঠনটি সদস্য সংগ্রহ করছে বলে জানিয়েছে র্যাব। দেশের বিভিন্ন স্থানে এই সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্রের তথ্যও পাওয়া গেছে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম জানান, শিকলবাহা ইউনিয়নের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হলে এসময় আরও পাঁচ-ছয়জন পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ঢাকা থেকে শাহাদাতের তিন শীর্ষ সদস্যকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যে চট্টগ্রাম থেকে এ দু’জনকে গ্রেপ্তার করা হলো। বাকিদের ধরতে অভিযান চলবে।
Leave a Reply