২০২৪ সালের ৫ আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় লুটপাটের সময় লুট হওয়া ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।গত শনিবার (২৫ জানুয়ারি) রাতে নগরীর ডবলমুরিং থানার ডেবার পাড় এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার এসআই আহলাদ ইবনে জামিল জানান, শনিবার রাতে ডেবার পাড় এলাকায় শাহজালাল নামের এক ডাকাতকে ধরতে অভিযান চালানো হয়। খবর পেয়ে সে পালিয়ে গেলেও তার আস্তানায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে সেভেন পয়েন্ট সিক্স টু চায়না রাইফেলের ১৬ রাউন্ড গুলি ও এক রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও জানান, ওই আস্তানা থেকে একটি কিরিচ, একটি টিপ ছোরা, একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
Leave a Reply