চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলা এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোহাম্মদ রোমান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রৌশনহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রোমান ওই উপজেলার হাসিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ গ্রামের বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, চন্দনাইশের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় রৌশনহাট এলাকায় বালুবোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হন রোমান।
তিনি আরও জানান, এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়। ইতোমধ্যে যুবকের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply