সত্যখবর ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ মেজবাহ (৫) ও মোহাম্মদ মেহরাজ (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে হাটহাজারী পৌরসভার মিরেরখীল এলাকার আব্বাস আলীর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু পৌরসভার দেওয়ান নগরের আকবর বাবুর সন্তান। তারা পরিবারের সাথে মিরেরখীল এলাকার নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, পুকুরের পানি থেকে উদ্ধার করে দুই সহোদরকে অচেতন অবস্থায় সন্ধ্যার একটু পরে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, মেজবাহ ও মেহরাজ বাবা মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে যায়। সেখানে তারা বিকেল থেকে বাড়ির অন্য শিশুদের সাথে খেলছিলো। সন্ধ্যার দিকে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে পাশ্ববর্তী পুকুরে তল্লাশি চালালে তাদের পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply