চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নাঈম (৩১) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম চন্দনাইশের স্থানীয় বাসিন্দা। দুর্ঘটনায় আরো তিনজন কমবেশি আহত হয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, চন্দনাইশ থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা সাতকানিয়ার দিকে যাওয়ার পথে বিওসি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় চারজন আহত হলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। অটোচালক জুয়েল চিকিৎসাধীন আছেন। অপর ২ যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
Leave a Reply