মোঃ ইয়ামিন হাসান শুভ, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক সংগঠন বন্ধু বন্ধন। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে স্থানীয় বিভিন্ন এলাকায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে কম্বল বিতরণ করা হয়।
বন্ধু বন্ধনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হয়েছেন। সংগঠনের এই মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং আরও মানুষকে এ ধরনের উদ্যোগে উৎসাহিত করেছে।
এই কার্যক্রমে প্রায় ৫০ শীতার্ত পরিবার সরাসরি উপকৃত হয়েছেন। সংগঠনের স্থানীয় সদস্যরা এই উদ্যোগে অংশ নেন।
সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ফজলুল হক বলেন, “আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষদের পাশে দাঁড়াতে চাই। এই শীতে অসহায় মানুষদের কষ্ট কিছুটা কমানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করব।”
সদস্য সচিব মোহাম্মদ ইসহাক বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্ধু বন্ধনের পক্ষ থেকে এমন উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সংগঠনের যুগ্ন আহ্বায়ক গোলাম রাব্বানি রনি বলেন,”বন্ধু বন্ধন সবসময় মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই শীতে চাঁপাইনবাবগঞ্জের অসহায় মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “আমাদের এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা চাই, সমাজের আরও মানুষ এই ধরনের কাজে এগিয়ে আসুক।”
কম্বল পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এ ধরনের সহযোগিতা শীতের কষ্ট লাঘবে সত্যিই সহায়ক।”
স্থানীয় বাসিন্দারা বন্ধু বন্ধনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এবং আরও সংগঠন ও ব্যক্তিদের এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply