মোঃ ইয়ামিন হাসান শুভ, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে গৃহীত কঠোর পদক্ষেপের অংশ হিসেবে মনাকষা সীমান্ত থেকে চোরাচালানকৃত ১০টি ভারতীয় গরু আটক করেছে। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত টহল ও বিশেষ নজরদারির মাধ্যমে সীমান্তে মাদক, অস্ত্র, গবাদিপশুসহ সকল প্রকার অবৈধ পণ্য চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে।
১০ এপ্রিল ২০২৫ তারিখ রাতে মনাকষা বিওপি’র একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়নের সেতারপাড়া গ্রামে নিয়মিত টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে পদ্মা নদীর চর দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে টহলদল দ্রুত পদ্মা নদী সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ায়। আনুমানিক রাত ৩টা ৪০ মিনিটে সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের ভেতরে, আমবাগানের মধ্যে বাঁধা অবস্থায় ১০টি মালিকবিহীন গরু খুঁজে পায় বিজিবি সদস্যরা। গরুগুলো সেখানেই লুকিয়ে রাখা হয়েছিল এবং ধারণা করা হচ্ছে, সেগুলো পরে বিভিন্ন হাটে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করা হতো। বিজিবি জানায়, আটককৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কার্যক্রমও অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ গবাদিপশু, অন্যান্য চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
Leave a Reply