ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল চুরির অভিযোগে মারধর ও কান ধরে বাজার ঘোরানো হলো এক বৃদ্ধকে। ঘটনাটি ঘটে গত রবিবার সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে। এ ঘটনার একটা ভিডিও রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।
ভিডিওতে দেখা যায়, ৭০ বছর বয়সের এক বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রাখে বাজারের ৫/৬ জন যুবক। তাদের প্রত্যেকের হাতে কাঠের লাঠি। তারা লাঠি হাতে বৃদ্ধকে ঘিরে রেখেছে। বৃদ্ধ কান ধরে দাঁড়িয়ে রয়েছে। যুবকদের কেউ বলেছে, ‘পিটাও চোরকে।’ কেউ বলছে, ‘ওরে কান ধইরা বাজার ঘুরাও।’
বৃদ্ধ পুরো সময় কান ধরে দাঁড়িয়ে ছিলেন। এসময় বৃদ্ধ তার বাড়ির ঠিকানা বলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহিলা রোড। এরপর বৃদ্ধকে কান ধরিয়ে চোর চোর শ্লোগান দিয়ে বাজার ঘুরানো শুরু করে ওই যুবকরা। কয়েকজনের হাতে লাঠি দিয়ে তাকে আঘাত করে।
এ ঘটনার একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায় সুশীল সমাজ।
কালামৃধা বাজারের এক ব্যবসায়ী জানান, রবিবার সকাল দশটার দিকে তরকারি বাজারে এক ক্রেতা সবজি কিনতেছিল। তখন ঐ ক্রেতার মোবাইলটি এই বৃদ্ধ লোকটি নিয়ে যায়। পরে বাজারের লোকজন বৃদ্ধকে আটকিয়ে কান ধরে উঠবস করান। পরে বৃদ্ধকে কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেয়। তবে বৃদ্ধের পরিচয়ের মধ্যে জানা যায়, তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহিলা রোড এলাকায়।
কালামৃধা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য বাদল হোসেন বলেন, ‘আমার বাড়ি ও বাজার একই ওয়ার্ডে হলেও ঘটনাটি আমি রবিবার দিন জেনেছি। শুনেছি ওই বৃদ্ধ মোবাইল চুরি করে ধরা পড়েছে। তাই স্থানীয় কয়েক যুবক বৃদ্ধকে কান ধরিয়ে বাজার ঘুরিয়েছে।’
কালামৃধা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মিন্টু আকন বলেন, আমি রবিবার সকালে বাজারে ছিলাম না। রবিবার বিকেলে এসে শুনেছি ওই মুরুব্বি বাজার থেকে ৪টি মোবাইল ও ২ হাজার দুইশত টাকা চুরি করেছে। মাছ বাজারে একজনের পকেট কাটতে গিয়ে ধরা পড়েছে। এরপর চুরির কথা স্বীকার করেছে। এরপর বাজারের কয়েকজন দোকানদার বাজার ঘুরিয়ে তাকে চোর হিসেবে পরিচিত করান। এ সময় বৃদ্ধ নিজের কান নিজে ধরে আমি চোর, আমি চোর বলে বাজার ঘুরেছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোকসেদুর রহমান বলেন, আমি ভিডিওটা দেখি নাই। এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
Leave a Reply