উইমেন ডেস্ক: বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৪ আশ্বিন ১৪২৮ |
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ মোছাঃ নাছিমা খাতুন (৫০) নামের এক নারীকে গ্রেফতার করেছে। বুধবার (২৯শে সেপ্টেম্বর) সকালে উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছিমা খাতুন জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মসজিদ পাড়ার মৃত দাউদ আলীর মেয়ে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নির্দেশনার আলোকে জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ওসি মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে এসআই ভবতোষ রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার সকাল ৯টার সময় উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বড় মসজিদ পাড়াস্থ মোঃ আব্দুল্লাহ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৭০০ গ্রাম গাঁজাসহ মোছাঃ নাছিমা খাতুনকে গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গার জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবনননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply