উইমেন ডেস্ক: চেক জালিয়াতির মামলায় ৬ মাসের কারাদণ্ড হয়েছিল জাহাঙ্গীর আলমের। সেই সাজার ভয়ে নিজেকে বাঁচতে পলাতক ছিলেন প্রায় ৫ বছর। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি তার।সোমবার (২৫ অক্টোবর) রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার মৃত শেখ আহমদের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, চেক জালিয়াতির মামলায় ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাহাঙ্গীর আলমের ৬ মাসের সাজা হয়। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। অবশেষে সোমবার সকালে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। সোমবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply