উইমেন ডেস্ক: শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ৩ আশ্বিন ১৪২৮ |
চুয়াডাঙ্গা শহরের পৌরসভার মোড় এলাকা থেকে ইকরাম ওরফে সবুজ মিয়া (৪৫) নামে ভুয়া ইন্সপেক্টর পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।আটক সবুজ মিয়া ফরিদপুর জেলার সালথা গ্রামের মৃত বাচ্চু সর্দারের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে শহরের পৌরসভার মোড়ে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসের ড্রাইভার জালালের কাছে পুলিশের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে প্রতারণা করছে- এমন খবরের ভিত্তিতে সদর থানার এসআই হাদিউজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালায়। অভিযানে ভুয়া সাব ইন্সপেক্টর পরিচয়দানকারী ইকরাম ওরফে সবুজ মিয়াকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভুয়া পুলিশ।
এর আগে গত ১১ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ভুয়া পুলিশ পরিচয়দানকারী সবুজ মিয়ার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার পলাতক আসামি সবুজ। এ ছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও অন্তত ৪টি ফৌজদারি মামলা রয়েছে বলেও জানিয়েছেন ওসি আবু জিহাদ ফকরুল আলম খান।
এ ঘটনায় শনিবার বিকালে ইকরাম ওরফে সবুজ মিয়াকে আশুলিয়া থানার মামলায় আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply