উইমেন ডেস্ক:চুয়াডাঙ্গায় পৃথক অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের তিন সদস্য ও ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দু’জন মাদককারবারিকে আটক করেছে র্যাব। আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে মোবাইল, চাকু, ইয়াবা সেবনের ফুয়েলসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। পৃথক এসব ঘটনায় র্যাবের পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা শহরে কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদকসহ অন্যান্য অনৈতিক কার্যক্রমের জন্য সঙ্গোপনে অবস্থান করছে। আভিযানিক দলটি উক্ত সংবাদ পেয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার (২৬শে নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় অভিযান পরিচালনা করে মাদকাসক্ত ও উগ্র প্রকৃতির কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেন।
এ সময় তাদের নিকট হতে ৩টি মোবাইল, ১টি চাকু, ইয়াবা সেবনের ফুয়েল সামগ্রী, সুচ-সিরিঞ্জ, ষ্টিলের চেইন, ব্লেড, সিগারেট, গ্যাস লাইট, মানিব্যাগ ও টাকা উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তর, সিজিএম কোর্ট এর প্রবেশন অফিসারের নিকট হস্তান্তর করা হয়।
এছাড়া শনিবার (২৭শে নভেম্বর) সকাল ১১টার দিকে একই ক্যাম্পের র্যাব সদস্যরা চুয়াডাঙ্গা পৌর কলেজ এলাকায় মস্তফা বালিঘর এর সামনে পাকা রাস্তার পাশ থেকে চুয়াডাঙ্গা পৌর শহরের বড়বাজার এলাকার মৃত রামনাথের ছেলে শ্রী রানা বাসফোর (৩৬) এবং দৌলতদিয়াড় এলাকার শুকুর আলীর ছেলে চান্দু মণ্ডল (৪৫)-কে আটক করেন। এ সময় আটককৃতদের হেফাজত হতে ১৫০ লিটার চোলাই মদ, ২টি মোবাইল, ২টি সীমকার্ড এবং নগদ ৫১০ টাকা উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়।
জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিদ্বয়কে চুয়াডাঙ্গা থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। শনিবার বিকাল ও সন্ধ্যায় র্যাব -৬, ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
Leave a Reply