ফেনীতে বেলাল হোসেন মোছাদ্দির (২২) নামে এক যুবকের মরদেহ রাস্তায় পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বেলাল হোসেন ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড দক্ষিণ সতর গ্রামের মিন্টু মোছাদ্দিরের ছেলে।
নিহতের বাবা মিন্টু মোছাদ্দির জানান, বেলাল ছাগলনাইয়া বাজারে মুদি দোকানে কাজ করে। মঙ্গলবার রাত ১০টার দিকে সে বাড়ি আসে। বাড়ি থেকে এক ঘণ্টা পর বের হয়ে পাশের দোকানে গিয়ে আর ফিরে আসেনি। আজ সকালে রাস্তার পাশে বেলালের লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।
তিনি আরও জানান, ছেলের মা অনেক আগেই মারা গেছেন, তাদের পারিবারিকভাবে কোনো শত্রু নেই। ছেলের মৃত্যু কীভাবে হয়েছে তা খুঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
ওসি নজরুল ইসলাম বলেন, ‘লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালের মর্গে মরদেহটি পাঠানো হবে।
Leave a Reply