বগুড়ার শেরপুরে অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১০টার দিকে শেরপুর উপজেলার সামনে এ ঘটনা ঘটে।
আহত অটোরিকশা চালক মির্জাপুর ইউনিয়নের ভাদাইশপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাহিদ (২৩)। আহত নাহিদ জানান, কলেজ রোড যাওয়ার কথা বলে ধুনটমোড় হতে একজন ছিনতাইকারী ব্যাটারি চালিত অটোরিকশা উঠে। উপজেলা গেটের সামনে পৌঁছালে আমাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আহত অবস্থায় সড়কে ফেলে রেখে ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অটো উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে পুলিশ কাজ করছে।
Leave a Reply