রাজধানীর বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়ার সাংবাদিকরা।
বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলাটিভির জেলা প্রতিনিধি এম লিটন-উজ-জামান, দৈনিক সত্যখবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম ও জনবাণীর জেলা প্রতিনিধি মাহফুজ হৃদয়। এসময় জেলা সর্বস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply