সুন্দরবনের সাতক্ষীরার জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির জাভা ভোল মাছ। ভোল মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম। এটির দাম চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা। মাছটি নিয়ে জেলেরা লোকালয়ে আসলে উৎসুক জনতা দেখতে ভিড় জমায়।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের আব্দুস সালাম নামের এক জেলে জানান, সুন্দরবনের মালঞ্চ নদীর ফিরিঙ্গি খালে শনিবার রাতে তার গ্রামের মৎস্যজীবি শুকুর আলীর জালে মাছটি ধরা পড়ে। মাছটি নিয়ে তিনি রবিবার সন্ধ্যায় লোকালয়ে আসেন।
শুকুর আলী জানান, মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম। তিনি চার লাখ টাকায় মাছটি বিক্রি করবেন। এখন পর্যন্ত ব্যাপারীরা মাছটির দাম বলেছেন ৩ লাখ ৭৫ হাজার টাকা।
মাছ ব্যবসায়ীরা জানান, জাভা ভোল মাছ খুব সহসা মেলে না। এছাড়া এই মাছের রয়েছে ঔষধি গুণ। এজন্যএ মাছের দাম বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই মাছ কেনেন বলে তারা জানান।
Leave a Reply