উইমেন ডেস্ক ।। শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ২৭ ভাদ্র ১৪২৮ |
ঝালকাঠির রাজাপুরে মো. মাসুম জমাদ্দার (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বাগড়ি এলাকায় ইউশা ফিলিং স্টেশনের সামনে জেবি পরিবহন থেকে তাকে আটক করা হয়।
এ সময় মাসুমের কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে রাজাপুর থানা-পুলিশ।আটক মাসুম জমাদ্দার রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের মৃত ইয়াকুব আলী জমাদ্দারের ছেলে।
পুলিশ জানায়-চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী জেবি পরিবহনে মাসুম ফেনী থেকে গাঁজা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর বাগড়ি বাজারের ইউসা ফিলিং স্টেশনে অভিযান চালায় পুলিশ।
এ সময় তার কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন-মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে।
Leave a Reply