উইমেন ডেস্ক: শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০ আশ্বিন ১৪২৮ |
বিষধর সাপের কামড়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নাজনীন আক্তার নামে চার বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।শিশু নাজনীন ওই গ্রামের নিজাম উদ্দীনের মেয়ে।
শিশুটির দাদা মালেক শেখ জানান, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঘরে মা-বাবার সাথে ঘুমিয়ে ছিল নাজনীন। রাত ১টার দিকে একটি বিষধর সাপ তার আঙুলে কামড় দেয়। এ সময় তার আত্মচিৎকার শুনে স্বজন-প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে প্রথমে তাকে স্থানীয় একটি ওঝার কাছে নিয়ে যায়।
পরে সাপের কামড় বুঝতে পেড়ে ওঝা তাদের দ্রুত শিশু নাজনীনকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। একপর্যায়ে সেখান থেকে শিশুটিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক ভোরে শিশু নাজনীনকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম সাপের কামড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply