উইমেন ডেস্ক ।। মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ৩০ ভাদ্র ১৪২৮ |
কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযানে বিদেশি মদ ও বিয়ারসহ গতকাল সোমবার সন্ধ্যায় তোফায়েল আহম্মেদ (৩২) নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ মডেল থানা পুলিশের এসআই মজিবরের নেতৃত্বে একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ আমতলী হতে আটককৃত আসামি তোফায়েল আহম্মেদ বাবুর্চী (পিতা-নুরুল কবির, সাং-পানখালি, থানা-টেকনাফ) থেকে ৬ বোতল বিদেশি মদ ও ২২টি অ্যালকোহল জাতীয় বিয়ারসহ মাদক কারবারে ব্যবহৃত টমটম গাড়ি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply