রাজবাড়ীর পাংশায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৩০) মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সত্যজিৎপুর এলাকায় রেল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত অজ্ঞাত যুবক রাজবাড়ী থেকে ছেড়ে আসা চলন্ত নকশীকাঁথা কমিউনিটি মেইল ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস আই সৈয়দ ফরহাদ আলী বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply