হবিগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে মাদক কারবারির চালানোর অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে শহরতলীর ধুলিয়াখাল বিসিক শিল্পনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ।
আটকরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাক গ্রামের আশিক মিয়া (২৭), হবিগঞ্জ শহরের নাতিরপুর এলাকার শাহজাহান (৪৫), বহুলা গ্রামের আব্দুল হান্নান মোড়ল (৪০) ও বহুলা গ্রামের হৃদয় মিয়া (২১)।
হবিগঞ্জ ডিবি পুলিশের (ওসি) নন্দন কান্তি ধর জানান, বিসিক শিল্প নগরী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ডিবি জ্যাকেট, একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং ডিবি পুলিশ পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply