উইমেন ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১০ ও ২১২ নম্বর ওয়ার্ডের মাঝে থাকা বাথরুম থেকে একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।সোমবার (১১ অক্টোবর) দুপুর একটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান, আমরা খবর পেয়ে দুপুর একটার দিকে হাসপাতালের ২১০ ও ২১২ নম্বর ওয়ার্ডের মাঝের একটি বাথরুম থেকে একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করি।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা ওই নবজাতকটি বাথরুমে ফেলে রেখে যায় তা জানার চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, হাসপাতালের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর আমাদের খবর দিলে আমরা শাহবাগ থানাকে জানাই। পরে শাহবাগ থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
Leave a Reply