সত্যখবর ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের আই,ছি,ইউ, এন, আই, ছি, ই, ডিপার্টমেন্ট থেকে প্রতিনিয়ত প্রাইভেট হসপিটালে রোগী ভাগিয়ে নেওয়া সিন্ডিকেটের হাতে দীর্ঘদিন যাবত জিম্মি হয়ে আছে ভুক্তভোগী রুগিরা সিন্ডিকেটের হাত থেকে রক্ষা মিলছে না তাদের।
নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন বলেন, ক্যাম্পাসের দোহাই দিয়ে নাকের ডগায় বসে মুষ্টিময় সিবিআই নেতার সম্মিলিত যোগাযোগ রেখে কয়েকজন ব্যক্তি ক্ষমতার ক্ষমতাসিল কয়েকজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে চালিয়ে যাচ্ছেন ইউ এন আই সি ইউ সিন্ডিকেট বিজনেস ঢাকা মেডিকেলে দালাল উচ্ছেদ অভিযান চলাকালীন সময় ২১২ নম্বর ওয়ার্ড থেকে নবজাতক একদিন (মেয়ে) চুরি পরিবারের অভিযোগ।
মঙ্গলবার (০৪ জুন) সকাল দশটার দিকে এই ঘটনাটি ঘটে। মঙ্গলবার (০৩ জুন) রাত সাড়ে দশটার দিকে সুখী বেগম (২৪) নামের এক প্রসূতি ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়।
আজ বুধবার (০ ৪ জুন) সকাল দশটার দিকে ওই নারী দুটি মেয়ে যমজ সন্তানের মা হন ওজন ১ কেজি ৫০০ গ্রাম ও আর একটি ওজন ১ কেজি ৬০০ গ্রাম,অপুষ্টি হওয়ার কারণে তাদের (এন আই সিইউ) দরকার হয় এনআইসি নেয়ার সময় সুকৌশলে বাচ্চা চুরির সদস্যরা ওই নবজাতককে নিয়ে পালিয়ে যায় পরে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দিলে বিষয়টি জানাজানি হয়।
নবজাতকের বাবা শরিফুল ইসলাম জানান, আমি পেশায় একজন দিনমজুর গতকাল রাতে সাভারের কালামপুর এলাকা থেকে আমার স্ত্রী সুখী(২৪)প্রসব ব্যথা উঠলেতাকে নিয়ে নিয়ে রাতেই ঢাকা মেডিকেলের ২১২ নাম্বার ওয়ার্ডে ভর্তি করি। আজ সকালে আমার স্ত্রীর জমজ মেয়ে সন্তান হয়, পরে আমার আম্মু দুই বাচ্চা কে নিয়ে ওয়ার্ডে বসে থাকে আমার বড় মেয়ে জ্বর এসেছে তার জন্য আমি আমার আম্মুকে বলি আমি নিচে যাব প্যারাসিটামল সিরাপ আনার জন্য। ওই সময় পাশে এক নারী বলে ঠিক আছে বাচ্চা আমি দেখছি তারপরে আম্মু একটি বাচ্চা নিয়ে ও ওই নারী একটা বাচ্চা নিয়ে থাকে। আমি নিচ থেকে এসে আম্মুকে বলি ওই মহিলাটা কই পরে অনেক খোঁজাখুঁজির পর না পেলে।ওখানেই ডিউটিরত থাকা এক আনসার বললে তিনি বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানায় আমরা গিয়ে অভিযোগ করি।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকার মোঃ শরিফুল ইসলামের স্ত্রী। বর্তমানে সাভার কালামপুর এলাকায় থাকতেন পেশায় দিনমজুর ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান আমরা জানতে পেরেছি ২১২ নম্বর ওয়ার্ডে সুখী নামের এক নারীর যমজ মেয়ে সন্তান হয়েছে, তার মধ্যে একটি মেয়ে নবজাতক চুরির ঘটনা জানতে পেরেছি। বিষয়টি সিসি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply