রাজধানী থেকে শুরু হওয়া কোটা আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। আন্দোলনের পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন শিক্ষক, ব্যবসায়ী, আইনজীবীসহ নানা শ্রেণিপেশার মানুষ। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।
‘সাদাসিধে কথা’ নামে নিজের একটি ওয়েবসাইটে ছোট্ট মতামত লিখেছেন তিনি। সেখানে নিজ হাতে লেখা একটি চিরকুট আপলোড করা হয়েছে।
চিরকুটে ড. মুহম্মদ জাফর ইকবাল লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার।’
তিনি আরও লিখেন, ‘আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’
এ প্রসঙ্গে ড. জাফর ইকবাল গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘হ্যাঁ, আমি এটা লিখেছি। আমার ওয়েবসাইট সাদাসিধে কথা আর্কাইভে এটা পাবেন। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, অনুভূতি।’
Leave a Reply