1. mmisuk010@gmail.com : Misuk joy : Misuk joy
  2. admin@wordpress.com : root :
  3. rijukushtia@gmail.com : riju :

‘তুফান’ দেখে যা বললেন টালি তারকারা

  • আপডেট টাইমঃ শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৪৪ মোট ভিউ
‘তুফান’ দেখে যা বললেন টালি তারকারা
‘তুফান’ দেখে যা বললেন টালি তারকারা

বাংলাদেশসহ বিশ্বের ১৫ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’। সিনেমাটি মুক্তির পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জমে উঠেছে টালিগঞ্জ। এদিন কলকাতায় তুফানের স্পেশাল এক স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়।
এ সময় শাকিব খানকে দেখতে টালিপাড়ার তারকাদের মধ্যে দেখা গিয়েছে উন্মাদনা। সারা কলকাতায় তুফান ছবি ঘিরে অভূতপূর্ব সাড়া পড়েছে।
ভারতবর্ষের দর্শকরা অপরিসীম ভালোবাসা জানিয়েছে শাকিব খান এবং তার ছবির সব সদস্যদের। বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন টালি তারকারা। তাদের মধ্যে প্রসেনজিত চ্যাটার্জি, দেব, শুভশ্রী গাঙ্গুলীও রয়েছেন।
‘তুফান’র স্পেশাল স্ক্রিনিং ঘিরে আরো বাড়তি উন্মাদনাও লক্ষ্য করা গেছে। তুফান ঝড়ে শামিল হতে টালিপাড়ার তারকারা উপস্থিত হয়েছিলেন দক্ষিণ কলকাতার সাউথ সিটি শপিং মলে। সেখানে তুফানের এক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। হাজির হয়েছিলেন বিক্রম চ্যাটার্জি, কৌশনী, বনি সেনগুপ্ত, মধুমিতা সরকার, ইধিকা পাল, অনিন্দ্য চ্যাটার্জি, দর্শনা বণিক, সৌরভসহ ওপার বাংলার এক ঝাঁক তারকা শিল্পী।
প্রিমিয়ার শেষে সৌরভ সাংবাদিকদের বলেন, ‘দারুণ! আজকে একেবারে টলিউড ক্ষেপে গেছে তুফানের সিনে। তুফানের জন্য অনেক অনেক শুভকামনা। খুব-খুব ভালো হয়েছে।’
দর্শনা বণিক বলেন, ‘তুফানের জন্য শুভকামনা। অনেক ভালো হয়েছে। বাংলাতে এমন অ্যাকশন ফিল্ম আরো হোক।’
কৌশানী বলেন, ‘বাংলাদেশে কাজ করতে গিয়ে দেখেছি ওখানকার মানুষ শাকিবকে রজনীকান্তের মতো ভালোবাসেন। আমি শুনেছি ওখানে তুফান ব্লকবাস্টার হয়ে গেছে। ছবি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গেও তুফান সফল হবে।’
শাকিবের প্রিয়তমা ইধিকা পাল বলেন, ‘তুফান আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে শাকিবের যে প্রেজেন্টেশন আমি জাস্ট ভাবছিলাম কত পরিশ্রমই না তাকে করতে হয়েছে। সে নিজেকে উৎরে দিয়েছে। পুরো টিমকে অভিনন্দন। কলকাতার মানুষ তুফানকে বরণ করে নিক।’
শুক্রবার (৫ জুলাই) থেকে পশ্চিমবঙ্গের প্রায় অর্ধশত সিনেমা হলে মুক্তি পেয়েছে ব্লকবাস্টার হিট ছবি ‘তুফান’।
একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প।
যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ।
শাকিব খান, মিমি চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও পড়ুনঃ
© All rights reserved © 2021 | Powered By Sattokhobor Media Ltd
Site Customized By NewsTech.Com