দলের বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। স্বৈরাচারের দোসররা আর যাতে কখনো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে বিএনপির নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ বুকে ধারণ করে দেশের প্রয়োজনে সকলকে এক সাথে কাজ করতে হবে। শিলাইদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের ঐক্য ও সম্পীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এ কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মুকাদ্দেস হোসেনের সভাপতিত্বে গতকাল বিকাল খোরশেদপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জাহিদ, যুব বিষয়ক সম্পাদক মেজবাহুর রহমান পিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কুমারখালী থানা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ শাতিল মাহমুদ, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাধারন সস্পাদক আবু সালেহিন মিয়া। পান্টি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম মিলন, যদুবয়রা ইউনিয়ন সাধারন সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম আসাদ, শিলাইদহ ইউনিয়ন বিএনপির নেতা আতিকুজ্জামান আলমগীর, থানা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক আব্দুল মোমিন, বিএনপি নেতা অধ্যাপক আবুল হোসেন তরুন, জিয়া পরিষদ নেতা এ্যাডঃ আলী নেওয়াজ টুটুল, বিএনপি নেতা মাসুদুর রহমান, বছির উদ্দিন, মনোয়ার হোসেন, সেলিম রেজা, আব্বাস উদ্দিন, যুব নেতা বায়েজিদ, জাতীয়তাবাদী স্বোচ্ছাসেবক দলের নেতা আরিফ প্রমুখ বক্তব্য দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় হেলিক্যাপ্টর থেকে ছোড়া গুলিতে নিহত দিন মজুর আলমগীরের মা ও বাবাকে শান্তনা এবং আহত সবুজ ও রায়হানের পরিবারের খোজ খবর শেষে প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী ৩ টি পরিবারকে আর্থিক সহায়তা করে তাদের পাশে থাকার অঙ্গিকার করে উপস্থিত নেতা কর্মীদের ভোটের প্রস্তুতি নেওয়ার আহবান জানান। সমাবেশে স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply