দিনাজপুরে জেলার ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ ১৬মাস ধরে বেতন বন্ধ। ১৯৮৩ সালে ফুলবাড়ী স্থাপিত হয়। ফুলবাড়ী পৌরসভা একটি মডেল পৌরসভা। ফুলবাড়ী পৌরসভা ০৩ জন প্রকৌশলী একজন নির্বাহী প্রকৌশলী সহ মোট ৩৭ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এছাড়া মাস্টার রোলে ২৫ থেকে ৩০ জন সুইপার রয়েছেন তারাও বেতন না পেয়ে মানবতার জীবন যাপন করছেন। এদিকে ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারী ১৬ মাস যাবৎ বেতন না পেয়ে তারা পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে রয়েছেন। কয়েকজন কর্মচারী জানান, পৌরসভার বেতন টুকু পেয়ে প্রতিমাসে চাল ডাল কিনতে হয় এবং বাচ্চাদের পড়াশোনার খরচ যোগাতে হয়। ১৬ মাস ধরে বেতন বন্ধ হওয়ায় এখন ধার দেনা করে চলতে হচেছ। আর কতদিন ধার দেনা করে চলব?
ছাত্রআন্দোলনের পর স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে পৌরসভার চেয়ারম্যানদের সরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করেন। এরপর প্রশাসকদের কে ফুলবাড়ী পৌরসভার দায়িত্ব দেওয়া হয়। গত ১৯/০৮/২০২৪ইং তারিখে ফুলবাড়ী পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেন, ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এদিকে ফুলবাড়ী পৌরসভার প্রশাসক ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী’র সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, ফুলবাড়ী পৌরসভার ট্যাক্স কালেকশন পুরোপুরি শেষ হলে তাদের বেতন ভাতা প্রদান করা হবে।
Leave a Reply