সত্যখবর ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম নামে বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির জয়নগর গড়পিংলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৬৪) ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর গড়পিংলাই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোর ৬টার দিকে রফিকুল ইসলাম বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফসলের জমিতে যাচ্ছিলেন। এসময় ফুলবাড়ীর দৌলতপুর ইউপির জয়নগর গড়পিংলাই এলাকায় এক গাড়িকে সাইড দিতে গিয়ে বিরামপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের সঙ্গে রফিকুল ইসলামের বাইসাইকেলে ধাক্কা লাগে। এসময় রফিকুল ইসলাম সড়কের পাশে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, মরদেহ সুরতহাল করা হয়েছে। কোনো আপত্তি না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃদ্ধের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply